জন্মদিনে বই আর ফুল গাছ পেলে ভালো লাগে : নওশাবা


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৮ মে ২০১৬

ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী কাজী নাওশাবা আহমেদ। তার অভিনীত অসংখ্য বিজ্ঞাপন-নাটক রয়েছে দর্শকদের পছন্দের তালিকায়। শুধু ছোটপর্দা নয়, নওশাবা নিজেকে ব্যস্ত করে তুলেছেন চলচ্চিত্রের রুপালি পর্দাতেও।

আজ রোববার, ৮ মে এই তারকা অভিনেত্রীর জন্মদিন। জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে এই সুহাসিনীর জন্মদিনে রইল অনেক প্রীতি ও শুভেচ্ছা।

জন্মদিনে জাগো নিউজের সঙ্গে আলাপকালে নওশাবা বলেন, ‘আজ আমার জন্মদিন আবার বিশ্ব মা দিবস। দুটো দিনই আমার কাছে স্পেশাল হওয়ায় ভিন্ন মাত্রা যোগ করেছে। ঈদ উপলক্ষে কাজের চাপ থাকলেও জন্মদিনের জন্য আজ কোনো শুটিং রাখিনি। সারাদিন বাসায় কাটাচ্ছি।’

তিনি বলেন, ‘গতকাল রাতের প্রথম প্রহরেই কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ করেছি। আমার মেয়েসহ পরিবারের সদস্যরা এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিল। খুব মজা করেছি।’

হাসির ছলে নওশাবা আরো বলেন, ‘আমি বন্ধু বান্ধবের কাছে ফোন করে জন্মদিনের উইশ নিচ্ছি। এটার মধ্যে নিজের ভিতর অন্যরকম ভালোলাগা কাজ করছে। তাছাড়া জন্মদিনে অনেক উপহার পেয়েছি। এরমধ্যে আমি আটটি গোলাপ, বেলি, জুঁই ছাড়াও আমার পছন্দের কিছু ফুলের গাছ উপহার পেয়েছি। আমি ভীষণ খুশি। আমাকে কেউ দামি উপহার না দিয়ে যদি ফুল গাছ এবং বই উপহার দেয় আমি সবচেয়ে বেশি খুশি হই।’

সকলের কাছে দোয়া চেয়ে নওশাবা বলেন, ‘জন্মদিন বলে বলছি না; কেন জানি আমার কাছের মানুষ, ভক্ত-শুভাকাঙক্ষিরা আমাকে সবসময় ভালোবাসেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এভাবেই তাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। একই সঙ্গে আমার আগামীর জন্য সবার দোয়া কামনা করছি।’

প্রসঙ্গত, ঢাকার ক্যান্টনমেন্টে জন্ম নওশাবার। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। অভিনয়ের প্রতি ভালোলাগা থেকে জড়িয়ে ছিলেন মঞ্চ নাটকের সাথে। তিনি ২০১১ সালে মুকুল আহমেদের পরিচালনায় ‘সোনাটা’ (Sonata) নামের মঞ্চনাটকে প্রথম অভিনয় করেন। টেলিভিশনে নওশাবার প্রথম নাটকের নাম ‘ছোটবেলা বড়বেলা’। আর তার অভিনীত প্রথম ধারাবাহিক জুয়েল মাহমুদ পরিচালিত ‘ললিতা’। বর্তমানে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক প্রচারে আছে।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘উদাও’। এছাড়া ‘আলগা নোঙর’ এবং ‘প্রতিরুদ্ধ’ ছবি দুটি রয়েছে মুক্তির মিছিলে। বর্তমানে নওশাবা কাজ করছেন ঢাকা অ্যাটাক ছবিতে।

তবে নওশাবা তারও আগে রাতারাতি তারকায় পরিণত হয়েছিলেন বাংলালিংকের ‘লেডিস ফার্স্ট’ শিরোনামের বিজ্ঞাপন দিয়ে। তারপর তিনি কাজ করেছেন গ্রামীণফোন, বিবিসি সংলাপ, নেসক্যাফে, ম্যারিডিয়ান চিপস ও টেলিটকসহ আরো বেশ কিছু টিভিসিতে।

পর্দার বাইরে দারুণ মিশুক আর হাসিখুশি স্বভাবের নওশাবা বাস্তব জীবনে এক কণ্যা সন্তানের জননী। তার মেয়ের নাম প্রকৃতি, বয়স চার বছর।

মঙ্গলময় হোক পথচলা, আনন্দময় থাকুক প্রতিটি মুহূর্ত, মুগ্ধতার প্রাচুর্য নিয়ে কেটে যাক নওশাবার একটা জীবন।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।