ত্রিংশ শতাব্দী দেখতে স্বপ্নদলের আমন্ত্রণ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৪

দেশের জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই দর্শকের রুচি ও মননকে নাড়া দিয়ে বৈচিত্রময় গল্পে নাটক উপহার দিয়ে যাচ্ছে দলটি। ‘স্বপ্নদলের মঞ্চে প্রত্যাবর্তন, পাশে চাই তোমায় সুহৃদ-স্বজন’ স্লোগান নিয়ে গণ-অভ্যুত্থানের বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে স্বপ্নদল।

আগামীকাল ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করবে দলটি। ওই দিন নাটকটির ১২৩তম প্রদর্শনী হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’- এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নির্দেশক জাহিদ রিপন তার নাটকটি দেখতে সবশ্রেণির দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এই নাটকের পটভূমি নিয়ে জানান, নাটকটি যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি। এর মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিসিয়া-ইয়েমেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিকতাসহ নানা প্রসঙ্গ।

বহুমুখী দৃষ্টিকোণ থেকে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ উদঘাটনের পাশাপাশি তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্‌ঘাটনের চেষ্টা করা হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষের বর্তমান কর্তব্য অনুধাবন এবং এ ক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ত্রিংশ শতাব্দী নাটকের প্রত্যাশা।

যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে হিরোশিমা দিবস পালনের পাশাপাশি ত্রিংশ শতাব্দীর নিয়মিত মঞ্চায়ন করছে স্বপ্নদল।

ত্রিংশ শতাব্দীর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।