চার শিল্পীর প্রাণের মাঝে আয়


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৮ মে ২০১৬

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নতুন প্রজন্মের চার কণ্ঠশিল্পী হাজির হচ্ছেন রবীন্দ্রনাথের গান নিয়ে। তারা হলেন সাব্বির, লুইপা, পুতুল এবং পূজা।

সংগীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই চার তারকা মূলত নিয়মিত আধুনিক বাংলা গানই গেয়ে থাকেন। এবার তারা ভক্ত-শ্রোতাদের জন্য চমক দিতেই কবিগুরুর গান করবেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই আয়োজনের বিশেষ অনুষ্ঠান ‘প্রাণের মাঝে আয়’। অনুষ্ঠানে চার শিল্পী গেয়ে শোনাবেন নিজেদের পছন্দের ৮টি রবীন্দ্রসংগীত।

ইসরাফিল শাহীনের প্রযোজনায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ রোববার, ৮ মে রাত ৮টায়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।