চলছে ফুলমতির শুটিং


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৭ মে ২০১৬

নিশো বুদ্ধি প্রতিবন্ধী! সমাজে আর পাঁচটা মানুষের থেকে কিছুটা আলাদা। কিন্তু তাকে ভালোবাসেন জাকিয়া বারি মম।

তাদের ভালোবাসার মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায় সমাজ ও সমাজপতিরা। তবে প্রেম কখনো হারেনি। আর সেই মন্ত্রেই প্রেম জয় করার যুদ্ধে নামেন মম।

nisho

এমনই গল্পে সুমন আনোয়ার নির্মাণ করছেন নতুন টেলিফিল্ম ‘ফুলমতি’। এটি পুরনো খবর। নতুন খবর হলো গতকাল থেকে শুরু হয়েছে এর শুটিং। মানিকগঞ্জে দৃশ্যধারণ চলবে আগামী ১২ মে পর্যন্ত।

টেলিছবিটির গল্পে দেখা যাবে অটিজমে আক্রান্ত প্রেমিক নিশোর জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য লড়াইয়ে নামেন মম। নির্বাচনী মাঠে মমর মার্ক কাঁচি। আর প্রতিদ্বন্দ্বীরা হলেন শহীদুল আলম সাচ্চু (আনারস) ও রওনক হাসান (ছাতা)।

nisho

কিন্ত নির্বাচনে শেষ পর্যন্ত জয় লাভ করেন কে? আর অটিজম নিশোর শেষ পরিণতি কী? বাকিটা জানতে হলে দেখতে হবে টেলিছবি ‘ফুলমতি’।

নির্মাতা জানালেন, আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।

nisho

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।