রওনকের অপরিচিতা মম


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৭ মে ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক অপরিচিতা। সুমন আনোয়ারের নাট্যরুপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মম, রওনক হাসান, কিসলু, শিল্পী সরকার অপু, সুমন আনোয়ার প্রমূখ।

নির্মাতা জানালেন, নাটকটি প্রচার হবে আগামীকাল রোববার, ৮ মে রাত ৮ টা ২০ মিনিটে।

নাটকে দেখা যাবে- দুই পরিবারের মধ্যে বিয়ের কথা বার্তা চলতে থাকে। সেই অনুযায়ী মেয়ে পক্ষের বাড়িতে যায় ছেলে পক্ষ। ছেলের সঙ্গে মা ও মামা, আর কনে তার পিতার একমাত্র কন্যা সন্তান।

ছেলের মামা একটু সন্দেহ প্রবণ মানুষ। সে বিয়ের দিন কনে পক্ষের দেওয়া সমস্ত অলংকার পরীক্ষা করে। তারই পরিপ্রেক্ষিতে কনের পিতা এই পরিবারের সঙ্গে তার মেয়ের বিয়ে দিবেন না বলে জানিয়ে দেয়।

পরবর্তীতে অনেক পাত্র এলেও কনে আর বিয়ে করেননি। বহুদিন পর ছেলে রেলে করে দূরে কোথাও যাবে বলে স্টেশনে বসে আছে। সেখানে একজন লোক অন্যায় করলে একজন নারী তার প্রতিবাদ করে। আলাপ পরিচয়ের এক পর্যায়ে মেয়েটি যখন স্টেশন ত্যাগ করে, তখন ছেলেটি বুঝতে পারে এই সেই অপরিচিতা। যার সঙ্গে তার বিয়ের আয়োজন হয়েছিলো। যিনি এখনো অবিবাহিত।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।