মুক্তি পাচ্ছে কুমার বিশ্বজিতের গানের ছবি


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ মে ২০১৬

মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গানের ছবি ‘সারাংশে তুমি’। গেল বৃহস্পতিবার, ৫ মে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

বাংলাঢোল প্রযোজিত ‘সারাংশে তুমি’কে বলা হচ্ছে দেশের প্রথম মিউজিক্যাল চলচ্চিত্র। অচিরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ।

জানা যায়, আটটি গান ও গানের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন আশিকুর রহমান। ‘সারাংশে তুমি’র চিত্রনাট্য লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। ৪২ মিনিট ব্যাপ্তির সারাংশে তুমি মিউজিক্যাল ফিল্মের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান। এর মধ্যে কয়েকটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে।

কিছুদিন আগে প্রকাশিত হয় কুমার বিশ্বজিতের দ্বৈত গানের অ্যালবাম ‘সারাংশে তুমি’। এতে শিল্পীর সঙ্গে গেয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যানসি। আলোচিত এই অ্যালবামের গান নিয়েই তৈরি হলো ছবিটি।  

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই ছবিটি আমাদের সংগীতে নতুন মাত্রা যোগ করবে। আমি ঘোষণা দিয়েছিলাম গানগুলো নিয়ে চলচ্চিত্র তৈরি হবে। এখন সেটি শেষধাপ পার করলো সেন্সর সার্টিফিকেট পাওয়ার মধ্যে দিয়ে। আমি মনে করি, ছবিটি বেশ উপভোগ্য ও নতুন অভিজ্ঞতা হবে দর্শকের জন্য।’

Kumar

‘সারাংশে তুমি’ ছবির পরিচালক আশিকুর রহমান বলেন, ‘এতো সাহসী একটি পদক্ষেপ নেওয়ায় বাংলাঢোলকে অনেক ধন্যবাদ। ভালো লাগছে ইতিহাসের অংশ হতে পেরে। আমি মনে করি বাজেট, লোকেশন, আয়োজন- সব দিক থেকে এই মুহূর্তে যে কোনো চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ছবি এটি।’

জানা যায়, ছবিটি বাংলাঢোলের মোবাইল প্লাটফর্ম ও ইউটিউবে অচিরেই মুক্তি দেওয়া হবে। রাজধানীসহ দেশের কয়েকটি হলেও মুক্তি পাবে ‘সারাংশে তুমি’। তার আগে বড় আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী প্রদর্শনী। উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে পারবেন যে কেউ। এর জন্য অংশ নিতে হবে একটি প্রতিযোগিতায়। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।