কমলা হ্যারিসকে চান এআর রহমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৪
কমলা হ্যারিস ও এআর রহমান। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করেছেন উপহমাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতজ্ঞ এআর রহমান। তিনি কমলা হ্যারিসকে দেশেটি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তার নির্বাচনী প্রচারণার জন্য গঠিত ‘এএপিআই ভিক্টোরি ফান্ড’ নামের একটি প্রতিষ্ঠানের ভার্চুয়াল কনসার্টের মাধ্যমে এ সমর্থন জানান এ সংগীতজ্ঞ। ১৪ অক্টোবর ৩০ মিনিটব্যাপী এ কনসার্টের অনুষ্ঠিত হয়েছে।

‘এএপিআই ভিক্টোরি ফান্ড’ হচ্ছে ডেমোক্র্যাট পার্টির এশিয়া প্যাসিফিক অঞ্চলের আমেরিকায় বসবাসরত ভোটারদের একত্রিত করার সংগঠন। এটির মাধ্যমে ভোটারদের ভোট দিতে উদ্ধুদ্ধ করা হচ্ছে। ‘এএপিআই ভিক্টোরি ফান্ড’র চেয়ারপার্সন শেখর নরসিমহান এ আর রহমানের সাথে যুক্ত হওয়ার বিষয়ে একটি বিবৃতিতে বলেছেন, ‘এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে এআর রহমান আমেরিকার নির্বাচনে অংশ নেওয়া নেতা ও শিল্পীদের সঙ্গে একটি কোরাস গানে অংশ নেন। আমরা আশা করব এর মাধ্যমে সবাই কমলা হ্যারিসকে ভোট দিতে উদ্ধুদ্ধ হবেন।’

‘এএপিআই ভিক্টোরি ফান্ড’ একটি টিজারও প্রকাশ করেছে। এতে এআর রহমান এবং ইন্ডিয়াস্পোরার প্রতিষ্ঠাতা এমআর রাঙ্গাস্বামীকে দেখা গেছে। টিজারটি ১৩ অক্টোবর রাত ৮টায় প্রচার হয়েছে।

এদিকে সম্প্রতি মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দেন বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট। নিজের ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি। ভিএমএ পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়াতেও কমলাকে ভোট দেওয়ার আহ্বান জানান এই কণ্ঠশিল্পী। টেলর সুইফট বলেন, ‘আপনার বয়স যদি ১৮ প্লাস হয়, তাহলে ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ।’

প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হলে আমেরিকায় নতুন ইতিহাস সৃষ্টি করবেন। তিনি হবেন প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী রাষ্ট্রপতি।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।