কমলাপুরে ট্রেনে আগুনের ঘটনায় চারজন বহিষ্কার


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৪

কমলাপুর স্টেশনে পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ের কমান্ড্যান্ট এবং সহকারী কমান্ড্যান্টকে বদলিসহ চারজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। মঙ্গলবার বিকেলে কমলাপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

পারাবত আন্তঃনগর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মন্ত্রী নির্দেশে বিভাগীয়, রেলওয়ে ও মন্ত্রনালয়ের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী মুজিবুল। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল ইসলাম জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ধৌত করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি বগি সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আরেকটি বগি আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

অগ্নিকাণ্ডের পর রেলপথমন্ত্রী মুজিবুল হক কমলাপুর স্টেশন পরিদর্শন করেন। দায়িত্ব ও কর্তব্য কাজে অবহেলার কারণে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাব ইন্সপেক্টর তাসবীর, নায়েক আবদুল কাদের, প্রহরী হাফিজ ও শাহজাহানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি একই অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট জহুরুল ইসলাম ও সহকারী কমান্ড্যান্ট আবদুল কুদ্দুসকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তবে তাদের বদলি করে কোথায় পাঠানো হবে তা জানাননি তিনি।

তথ্য অফিসার শরিফুল ইসলাম আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী। বিভাগীয়, বাংলাদেশ রেলওয়ে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক এ তিনটি কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমলাপুর স্টেশনের একাধিক সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের বিশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে পারাবতের ৭০৪০ নং বগি পুরোপুরি ভষ্মিভূত হয়। একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর কমলাপুর স্টেশনে একই ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।