নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১১ অক্টোবর ২০২৪

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেত্রী শিরিন শিলা। গতকাল (১০ অক্টোবর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আসর বসেছিল। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।

শিরিন শিলা জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এরপর দুই পরিবারের সদস্যদের নিজেদের পছন্দের কথা জানান। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। আজ (১১ অক্টোবর) ফেসবুকে বিয়ে ছবি পোস্ট করেছেন শিরিন শিলা। সঙ্গে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

শিরিন শিলা আরও বলেন, ঘরোয়াভাবে আমরা বিয়ের রেজিস্ট্রি করেছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন করব।

নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।