মহালয়ার সাজে মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ অক্টোবর ২০২৪
বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আর মাত্র কয়েকদিন, এরপরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো দেবীর রূপেই দেখা গেলো মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আল্পনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুলসমেত প্রদীপদানি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।

বিজ্ঞাপন

উৎসবের সঙ্গে মিল রেখে মিম পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাঁড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাতবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহার, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপস্টিক। এভাবেই নিজেকে দেবীরূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

মহালয়ায় দেবী হয়ে এলেন মিম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেসবুকে মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’

মহালয়ায় দেবী হয়ে এলেন মিম

আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বশেষ মিমকে দেখা গেছে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‌‌‘মানুষ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার।

এমআই/জেআইএম/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।