দাঁড়িয়ে বাজানো নিষেধ, ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট ফাহিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মহান ফাহিম। ছবি: সংগৃহীত

শনিবার কনসার্টে বাজিয়েছেন গিটারিস্ট মহান ফাহিম। রোববার এল তার দল ছাড়ার ঘোষণা। দাঁড়িয়ে বাজাতে বারণ করেছে চিকিৎসক। তাই অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের বন্ধন ছিঁড়লো এই গিটারিস্টের। দলের লাইন আপ থেকে আপাতত মুছে গেল একটি পুরোনো নাম।

গতকাল রোববার দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই মিউজিশিয়ান। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে বলে জানান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই গিটারিস্ট লিখেছেন, ‘গত এপ্রিলে আমার সার্ভিকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করেছে। যার কারণে বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন, যে কারণে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’

অর্থহীন ছাড়লেও মিউজিক ছাড়ছেন না মহান ফাহিম। তিনি লিখেছেন, ‘বসে গিটার বাজাতে পারব। তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইনস্ট্রুমেন্টাল রিলিজ করব। অতএব মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই।’

গত শনিবার রাতে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে অর্থহীন ব্যান্ডের সঙ্গে শেষবারের মতো বাজিয়েছেন ফাহিম। শো শেষে এক ফেসবুক পোস্টে দলনেতা সুমন লিখেছেন, ‘বিদায় মহান, আজ স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লে আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

মহান ফাহিম লিখেছেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীন-এর সফলতা কামনা করছি।’ বিদায়ের মুহূর্তে অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক টিটো, শব্দ প্রকৌশলী মিঠুসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মহান।

গত বছরের মার্চ মাসে অর্থহীন ছেড়েছিলেন গিটারিস্ট শিশির আহমেদ। এ বছর যোগ দিয়েছেন গিটারিস্ট জাহিন রশিদ। অর্থহীন ব্যান্ডের লাইনআপে এখন রয়েছেন সুমন (বেজ ও ভোকাল), মার্ক ডন (ড্রামস), জাহিন রশিদ (গিটার, কিবোর্ড)।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।