নিশো-তিশার হঠাৎ দ্যাখা


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৫ মে ২০১৬

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আগামী রোববার, ৮ মে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমূখ।

গল্পে দেখা যাবে- ‘ট্রেনের কামরায় কিরনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় অমিতের। প্রায় বারো বছর পর এই দেখা। চেনা চঞ্চল মুখটাতে আজ অচেনা গাম্ভীর্য্য খুঁজে পায় অমিত। একসময় নিজেই এসে কথা বলে।

অমিতের মনে পড়ে স্মৃতি হয়ে যাওয়া সূবর্ণ কিছু সময়। কিরন বলে, গ্যাছে যে দিন একেবারেই কি গ্যাছে?’ অমিত উত্তর দেয়, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। স্টেশনে ট্রেন এসে থামলে কিরন ওর বন্ধুদের নিয়ে নেমে যায়। অমিত একলা বসে থাকে। অমিতকে নিয়ে ট্রেন চলে যায় অন্য গন্তব্যে......

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।