ফের ঘুমালেন সমাজ কল্যাণমন্ত্রী


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

অনুষ্ঠানে এসে ফের ঘুমিয়ে পড়লেন সমাজ কল্যাণমন্ত্রী মুহাসীন আলী। সাতক্ষীরায় চার দিনব্যাপী জলবায়ু তথ্য মেলা উদ্বোধন করতে এসে প্রধান অতিথির মঞ্চে ঘুমিয়ে পড়েন তিনি।

ঘুম থেকে উঠে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মুহাসীন আলী বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম শেখ মুজিবের ৬ দফা প্রতিষ্ঠিত করতে, ১১ দফা প্রতিষ্ঠিত করতে। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে অর্জিত এই দেশকে এগিয়ে নিতে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার দুপুর ২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেসরকারি সংস্থা পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ আয়োজিত চার দিনব্যাপী জলবায়ু তথ্য মেলা ২০১৪ ও জলবায়ু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, বাংলাদেশকে মনে রাখতে হলে বঙ্গবন্ধুকে মনে রাখতে হবে। এ সময় নিজে সাংবাদিক উল্লেখ করে মিডিয়ার বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, যেখানে আগে খানা-খন্দ ছিল, সেখানে ভবন বানিয়ে ২০ তলায় বসে রাতের বেলা বঙ্গবন্ধু-শেখ হাসিনার সমালোচনা করা হয়। কিন্তু তারা জানে না যে তারা বাংলাদেশে বসে বঙ্গবন্ধুর সমালোচনা করছে। আবেগ আপ্লুত হয়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের রাজাকারদের সাথে বিয়ে না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় কৃষ্ণের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় জলবায়ু পরিবর্তন-অভিযোজন সংক্রান্ত ১৭ স্টল স্থান পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।