জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন অমিতাভ


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৪ মে ২০১৬

ঘোষনা তো আগেই দেয়া ছিলো। কাল হলো আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার দিল্লীর বিজ্ঞান ভবনে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হলো।

গতকাল বিজয়ীদের পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জি। সেখানে ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার নিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি ‘পিকু’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে এ পুরস্কার পেয়েছেন।

পাশাপাশি ‘তানু ওয়েডস মানু’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টানা দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন কঙ্গনা রানাউত।

এছাড়াও সেরা ছবি হিসেবে ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণের ছবি ‘বাহুবলি’। বাজিরাও মাস্তানীর জন্য সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন সঞ্জয় লীলা বানসালি।
 
সেরা জনপ্রিয় ছবির তালিকায় পুরস্কার পেয়েছে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’। সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন মোনালি ঠাকুর।

সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। সেরা হিন্দি ছবি হয়েছে ‘দম লাগা কে হেইশা’।

এক নজরে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা
চলচ্চিত্র : বাহুবলী: দ্য বিগিনিং
অভিনেতা : অমিতাভ বচ্চন (পিকু)
অভিনেত্রী : কঙ্গনা রনৌত (তনু ওয়েডস মনু রিটার্নস)
পরিচালক : সঞ্জয়লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)
জনপ্রিয় বিনোদনমূলক ছবি : বজরঙ্গি ভাইজান
পার্শ্ব অভিনেত্রী : তানভি আজমি (বাজিরাও মাস্তানি)
পার্শ্ব অভিনেতা : সামুথিরাকানি (বিসারানাই)
বাংলা ছবি : শঙ্খচিল
হিন্দি ছবি : দম লাগা কে হেইশা
নৃত্য পরিচালক : রেমো ডি’সুজা (গান: দিওয়ানি মাস্তানি, ছবি: বাজিরাও মাস্তানি)
গায়িকা : মোনালি ঠাকুর (গান: মোহ মোহ কে ধাগে, ছবি: দম লাগা কে হেইশা)
আবহ সংগীত : ইলাইয়া রাজা (থারাই থাপ্পাত্তাই)
সংগীত পরিচালক : এম জয়াচন্দ্রন (কাথিরুন্নু কাথিরুন্নু, ছবি: ইনু নিন্তে মইদিন)
সংলাপ রচয়িতা : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
চিত্রনাট্যকার : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
চিত্রগ্রাহক : সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)
পোশাক পরিকল্পনা ও রূপসজ্জাকর : নানক শাহ ফকির
চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার : গুজরাট (স্পেশাল মেনশন উত্তর প্রদেশ ও কেরালা)

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।