যৌন হয়রানির অভিযোগে নৃত্যশিল্পী আটক
বলিউডেও যৌন হয়রানি অভিযোগ উঠেছে। এ নিয়ে এখন চারিদিকে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল ‘স্ত্রী-২’ সিনেমার কোরিওগ্রাফার নৃত্যশিল্পী শেখ জনি বাসার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তাকে আটক করেছে পুলিশ।
বলিউডে জনি মাস্টার নামে পরিচিত এ কোরিওগ্রাফারের বিরুদ্ধে ২১ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জনি মাস্টার তাকে যৌন হয়রানি করেছেন। একাধিকবার তার কাছে যৌন নিগ্রহের শিকারও হয়েছেন এ তরুণী।
আরও পড়ুন:
‘স্ত্রী-২’ ছবিতে কত কোটি সম্মানী নিলেন শ্রদ্ধা কাপুর
‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গান নিয়ে চিন্তায় তামান্না
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শেখ জনি বাসা মূলত তেলুগু সিনেমায় কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। একাধিক জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ গানে কোরিওগ্রাফি করে বলিউডে সুপারহিট তকমা পেয়েছেন। শুধু তাই নয়, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’ গানেরও কোরিওগ্রাফি করেছিলেন শেখ জনি বাসা। তিনি এখন পুলিশি হেফাজতে আছেন।
গত ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী-২’ সিনেমাটি মু্িক্তর পর ভারতে আয় করেছে ৪২৬ কোটি রুপি। প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা বক্স অফিস রিপোর্ট মতে বিশ্বজুড়ে ৫০৫ কোটি রুপি ব্যবসা করেছে ‘স্ত্রী-২’। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে ৭৮.৫ কোটি রুপি আয় সিনেমাটি। সব মিলিয়ে ১০ দিনে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ‘স্ত্রী-২’। যা বলিউড সিনেমা নিরিখে রেকর্ড পরিমাণ ব্যবসা। এ পরিমাণ আয় করতে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার যেখানে ১১ দিন, ‘পাঠান’র ১২ দিন লেগেছিল। অন্যদিকে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার লেগেছিল ১১ দিন, সানি দেওলের ‘গদর’র ১২ দিনে লেগেছিল এ পরিমাণ ব্যবসা করতে। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী-২’ এখনো দর্শকার মন ভরে দেখছেন।
এমএমএফ/আরএমডি/এমএইচআর