৮১তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
ভেনিস চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পেদ্রো আলমোদোভার। ছবি: এএফপি

প্রথম ইংরেজি সিনেমা বানিয়েই সমালোচকদের মন জিতে নিলেন পেদ্রো আলমোদোভার। চুমু খেলেন স্বর্ণসিংহের মুখে। ‘দ্য রুম নেক্সট ডোর’ ছবির জন্য তার হাতে তুলে দেওয়া হল সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন।

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কারগ্র্যান্ড জুরি পুরস্কার হাতে ‘ভারমিগ্লিও’ নির্মাতা মৌরা ডেলপেরো। ছবি: এএফপি

গত রাতে শেষ হয়েছে ৮১তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এ আসরের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছেন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। তার বানানো ছবি ‘দ্য রুম নেক্সট ডোর’ প্রদর্শনীর পর অতিথিদের বিপুল করতালি বলে দিচ্ছিল, সেরা সিনেমার পুরস্কারটিও তিনি পেতে পারেন। রাতে সমাপনী অনুষ্ঠানে তার হাতে উঠল সেই পুরস্কার।

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কারগোল্ডেন লায়ন হাতে ‘দ্য রুম নেক্সট ডোর’ নির্মাতা পেদ্রো আলমোদোভার। ছবি: এএফপি

গত রাতে (৭ সেপ্টেম্বর) উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। উৎসবে সিলভার লায়ন বা সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা ব্র্যাডি করবেট তার ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স।

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কার‘দ্য কোয়াইট সন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। ছবি: এএফপি

উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান তার ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্য। অন্যদিকে ‘দ্য কোয়াইট সন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরো নির্মিত ‘ভারমিগ্লিও’ ছবিটি। মায়ের আকস্মিক মৃত্যুর খবরে উৎসবস্থল ছাড়তে হয় নিকোলকে। তাই নিজ হাতে সেরা অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করতে পারেননি তিনি। 

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কারসিলভার লায়ন হাতে ‘দ্য ব্রুটালিস্ট’ নির্মাতা ব্র্যাডি করবেট। ছবি: এএফপি

আরও পড়ুন

‘দ্য রুম নেক্সট ডোর’ ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী দুই অভিনেত্রী টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর। উৎসবে উদ্বোধনী প্রদর্শনীর পর ১৭ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দিয়েছেন অতিথি দর্শকেরা। সেরা ছবির পুরস্কার নেওয়ার পর প্রতিক্রিয়ায় পেদ্রো বলেন, ‘পুরস্কারটি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র বটে, তবে আত্মাটি তো স্প্যানিশ।’

স্বর্ণসিংহের মুখে চুমু খেলেন পেদ্রো, যারা পেলেন পুরস্কারমায়ের আকস্মিক মৃত্যুর কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন না নিকোল কিডম্যান। ফাইল ছবি: এএফপি 

আরও পড়ুন

গত ২৮ আগস্ট শুরু হয় ৮১তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৮১তম আয়োজন হলেও এ বছর ছিল উৎসবের শতবর্ষ। ইতালিতে অনুষ্ঠিত ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পৃথিবীর সব থেকে পুরাতন চলচ্চিত্র উৎসব।

আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।