‘চলচ্চিত্রে বৈষম্য ও হয়রানি দূর করে সুস্থ পরিবেশ নিশ্চিত করব’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৯ আগস্ট ২০২৪

দিন বদলের হাওয়া লেগেছে সবখানে। ক্ষমতার মন্দ প্রভাবে সবরকম বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে জাতি। সকল বিভাগেই দেখা যাচ্ছে সেই উদ্যোগ। এক হয়েছেন চলচ্চিত্রের মানুষেরাও। তারা গড়ে তুলছেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন। চলচ্চিত্র অভিনেতা শিবা শানু থাকছেন সদস্য সচিব হিসেবে।

এই কমিটির বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে বদিউল আলম খোকন জাগো নিউজকে বলেন, ‘কমিটি গঠিত হয়েছে বা চূড়ান্ত হয়েছে এমনটা বলা যাবে না। আমরা আলোচনা করছি। অনেকেই এক হয়েছি এই প্লাটফর্মে। চলচ্চিত্রে দিনের পর দিন যে বৈষম্য চলেছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো দূর করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছি আমরা।’

প্রাথমিকভাবে প্রায় দেড় শতাধিক শিল্পী ও কলাকুশলীদের তালিকা করা হয়েছে এই কমিটির জন্য। তবে কার্যকরী কোনো কমিটি এখনো তৈরি হয়নি। যতদিন সেই কমিটি গঠিত না হবে ততদিন বদিউল আলম খোকন আহ্বায়ক হিসেবে কাজ করবেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে অনেককিছুই হয়েছে যা নিয়ে সমালোচনার জায়গা আছে। সেসবের দিকে আর চোখ রাখতে চাই না। নতুন বাংলাদেশে নতুন করে সবাই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

ঠিক কী ধরনের কর্মসূচি বা কাজ নিয়ে পরিকল্পনা করছেন জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘আমরা দেখেছি চলচ্চিত্রে মেধার সঠিক বিকাশ হয়নি। রাজনৈতিক পরিচয় দিয়ে অনেক অযোগ্যরা অনেক ‍সুবিধা নিয়েছেন চলচ্চিত্রে। সিনেমার অনুদান, পুরস্কার নিয়ে তো সমালোচনা আছেই পাশাপাশি চলচ্চিত্রে ক্ষমতায়নেও অযোগ্যতার প্রভাব দেখা গেছে। যার ফলে এখানে কাজের পরিবেশ নষ্ট হয়েছে। সম্প্রীতি নষ্ট হয়েছে। দর্শকের কাছে চলচ্চিত্রের ইমেজও সংকটের মুখে পড়েছে। আমরা সেগুলোতে মনযোগ দিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা চাই মেধাবীরা যেন বঞ্চিত না হন, অযোগ্যরা যেন কোনো কোটায় এগিয়ে না যান। কেউ যেন কারো দ্বারা অসম্মানিত না হন। মত, ধর্ম, জাত যতই ভিন্ন হোক আমরা চলচ্চিত্রের মানুষ হিসেবে এক থাকবো সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’

‘সম্প্রতি দেখা যাচ্ছে অনেক শিল্পীদের নামে মামলা হচ্ছে। সেগুলোতেও আমরা সুদৃষ্টি রাখবো। আমাদের কোনো ভাই বা বোন বা বন্ধুরা যেন হয়রানির শিকার না হন সেদিকে সোচ্চার থাকব সবাই। কেউ অপরাধী হলে তার সাজা হোক, সেটা আইনি ব্যাপার। কিন্তু আমরা কোনো হয়রানি চাই না। কোনো কাজ যেন আটকে না যায় সেদিকে লক্ষ্য রাখব। সিনেমায় বিনিয়োগ বৃদ্ধিতেও কাজ করব।’- যোগ করেন পরিচালক সমিতির নেতা খোকন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়াটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই সম্মানের একটি ব্যাপার যে সবাই আমাকে এই দায়িত্বের জন্য বাছাই করেছেন। এখানে অনেক সিনিয়র প্রযোজক, পরিচালক, শিল্পীসহ অন্যান্য কলা কুশলীরা রয়েছেন। সবাই আমার উপর আস্থা রেখেছেন। আমি এই দায়িত্ব পাওয়াকে অনেক বড় সম্মান বলে মনে করি। তবে এটাও বলতে চাই, আমার বয়স হয়েছে। শারীরিক শক্তি আগের মতো নেই। তাছাড়া আমার নিজের কাজও আছে অনেক। এই কমিটির গুরু দায়িত্ব পালন করা আমার জন্য কষ্টকর ব্যাপার। তাই যুগ্ন আহ্বায়ক হিসেবে আমাদের সঙ্গে প্রযোজক শামসুল আলমকে যুক্ত করার কথা ভাবছি। সব চূড়ান্ত হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

এ নির্মাতা সম্প্রতি ‘ভয়ংকর আয়নাঘর’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাতে শাকিব খানসহ বড় তারকাদের নিয়ে কাজ করলেও এই সিনেমাতে নতুনদের নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।