এক দশক পর জাহিদ হাসানের সঙ্গে নোভা


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০২ মে ২০১৬

প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় ২০০৬ সালে ‘প্রেম ও ঘামের গল্প’ নামের একটি নাটকে জাহিদ হাসানের বিপরীতে কাজ করেছিলেন নোভা। তারপর এক দশক কেটে গেছে। কিন্তু কখনো একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি আর।

অবশেষে দশ বছর পর আবারো একে অন্যের বিপরীতে অভিনয় করলেন এই দুই তারকা। নতুন নাটকের নাম ‘প্রিন্টিং মিসটেক’। এটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।

আসছে রোজা ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। এই নাটকে অভিনয় করা নিয়ে নোভা বলেন, ‘আমি আজকাল অভিনয় কমই করছি। সংসারে সময় দিতে হয়। তবে ভালো পরিচালকের সঙ্গে ভালো গল্প ও চরিত্রে কাজের সুযোগ হলে করার চেষ্টা করি। প্রিন্টিং মিসটেক’ নাটকটির গল্প খুব সুন্দর। ভালো লাগবে দর্শকদের। তবে আমার ভালো লাগছে দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হওয়ায়।’
 
এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।