বারাক ওবামার সঙ্গে ডিনার করলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০১ মে ২০১৬

ক্যারিয়ারে সাফল্যের মধ্যগগনে আছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াংকা চোপড়া। দেশের গন্ডি পেরিয়ে তিনি এখন নিয়মিতই কাজ করছেন হলিউডেও।

গেল বছর থেকেই কাজ করছেন মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে। সেটি বেশ নজরে এসেছে হলিউডের দর্শকদের। সে সুবাধেই কিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে দেয়া নৈশভোজে আমন্ত্রণ পেয়েছিলেন এই তারকা।

তবে নিমন্ত্রণ পেলেও হোয়াইট হাউজে উপস্থিত হওয়া নিয়ে ছিলো ধোঁয়াশা। কারণ বলিউড আর হলিউড ব্যস্ততা কাটিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাওয়াতে উপস্থিত হওয়াটা প্রিয়াঙ্কার জন্যে বেশ কঠিনই ছিলো বলা যায়। তবে যেহেতু দাওয়াত মার্কিন প্রেসিডেন্টের তাই ফেরাতেও পারলেন না তিনি। সময় মতো অনুষ্ঠানে ঠিকই উপস্থিত হয়েছিলেন এই তারকা।

প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে ডিনার শেষে ছবিও তুলেছেন প্রিয়াংকা।

আরএএইচ/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।