আধুনিক গান নিয়ে ফাতেমা-তুজ-জোহরা

জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। অবশ্য তিনি আধুনিক গান, দেশাত্মবোধক, উচ্চাঙ্গসংগীত, গজল ও ইসলামী গানেও শ্রোতাদের মন মাতিয়েছেন।
তবু তার পরিচয়টা বরাবরই নজরুল গানের শিল্পী হিসেবেই দেয়া হয়। শিল্পী নিজেও সেটা উপভোগ করেন। তবে এবার তিনি ভাবছেন একটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশ করবেন বলে।
জানালেন, এরইমধ্যে নতুন এ অ্যালবামের কয়েকটি গান নির্বাচনও করে ফেলেছেন। এতে খ্যাতিমান গীতিকারদের ১০টি গান থাকছে। তিনি নিজেই এ অ্যালবামের একাধিক গানের সুর করবেন বলে জানিয়েছেন। থাকছেন সংগীত পরিচালনার দায়িত্বেও। অবশ্য বেশিরভাগ গানগুলোর সংগীতায়োজন করবেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালকরা।
এদিকে সম্প্রতি প্রথমবাবের মতো ফাতেমা ও তার মেয়ে নাজিয়া বিশকাত তমা ‘প্রথম প্রদীপ জ্বালো’ শিরোনামে নজরুলসংগীতের একটি অ্যালবাম প্রকাশ করেছেন।
এলএ/এবিএস