এবার মস্কো যাচ্ছে বাংলাদেশের লতিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৮ আগস্ট ২০২৪

সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট, ইংল্যান্ডের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’। এবার সিনেমাটি ডাক পেয়েছে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে।

সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে তার সিনেমাটি। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে এই উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ‘লতিকা’ চলচ্চিত্রটি দেখানো হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়।

বাংলাদেশ সহ ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতা করবে।

গত জুলাইয়ে লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে প্রশংসিত হয় এ প্রামাণ্য চলচ্চিত্র। এবার মস্কোর ডাক পাওয়ায় উচ্ছ্বসিত স্বপন বলেন, ‘এই চলচ্চিত্র উৎসবে ১৫টির কেশি দেশের চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। আমার সিনেমাও জায়গা পেয়েছে, আমি খুব আনন্দিত।’

এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে। নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে মালো সম্প্রদায়ের সংগ্রামী নারী লতিকা ও তার পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রের গল্প

লতিকার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে এসেছে সিনেমায়।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।