বিটিভিতে ফেরারি সুখ
মানুষের জীবনে কোনটির বেশি প্রয়োজন- সময়, অর্থ না পরিবার? এর উত্তর খুঁজতে বের হয়ে আসে অনেক পারিবারিক কাহিনী। যখন সময়, অর্থ উপার্জন করার তখন পরিবারের মানুষ বৈধ-অবৈধ নানাভাবে অর্থ উপার্জন করে থাকে। কিন্তু পরিবারকে সময় দেয় না।
জীবনের এক পর্যায়ে যখন পরিবারকে বেশি প্রয়োজন তখন সেই পরিবার আর কাছে থাকে না। জীবনে যখন অর্থ থাকে না তখন সুখ থাকে, আর যখন সবকিছু থাকে তখন আর সুখ থাকে না। এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘ফেরারী সুখ’- এর প্রচার।
- আরও পড়ুন
- আশি-নব্বই দশকের প্রজন্ম ছাড়া কেউ বিটিভি দেখে কি না জানি না
- এবার বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা
আজ ১৮ আগস্ট থেকে প্রচার শুরু হচ্ছে ‘ফেরারি সুখ’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ফজলুল হক আকাশ। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, এস এ হক অলিক, মাহমুদুল হক মিঠু, জয়রাজ, মিহি, মাসুম, সঞ্চিতা দত্ত, শারমিন, নীরব, সায়েম সামাদ, মোহাম্মদ রফিকসহ আরও অনেকে।
এলএ/জিকেএস