রাতে পথে থাকবেন তারা, প্রতিবাদে কাঁপছে কলকাতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৪ আগস্ট ২০২৪

সব মেয়েদের আজ পথে নামার আহ্বান জানাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের তারকারা। আজ ভারত বিভাগের দিন। কাল দেশটির স্বাধীনতা দিবসের আগেই প্রতিবাদে কাঁপছে রাজ্যের কেন্দ্র কলকাতা। তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবার মোড় নিতে শুরু করেছে অন্য দিকে।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকারসহ অনেক তারকা কলকাতার মেয়েদের পথে নামার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার শেয়ার করেছেন তারা। সেখানে দেখা গেছে, মেয়েরা, রাতের দখল নাও, শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও। সেখানকার তথ্য অনুযায়ী রাত ১১টা ৫৫ মিনিটে শহরের বিভিন্ন স্থানে জড়ো হবেন তারা।

গত ৯ আগস্ট সকালে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল থেকে কর্তব্যরত এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ওই তরুণীকে ধর্ষণ ও পরে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। দুই চোখ থেকে রক্ত পড়তেও দেখা গেছে। খুন এবং ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে একটি পক্ষ। আর সচেতন নাগরিকেরা বলছেন, মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা কোথায়?

রাতে পথে থাকবেন তারা, প্রতিবাদে কাঁপছে কলকাতাএই পোস্টারটি শেয়ার করতে দেখা যাচ্ছে তারকাদের

রাজ্যের একটি বাংলা সংবাদমাধ্যমে শিল্পী অঞ্জন দত্ত লিখেছেন, ‘আমি কলকাতা শহরটাকে ভালবাসি এবং আজ আমি লজ্জিত! কলকাতার নাগরিক হিসেবে আজ আমার নিজেকে বিপদগ্রস্ত মনে হচ্ছে। তার থেকেও বড় কথা, যা দেখছি বা আশপাশ থেকে যা শুনছি— সেখানে এই রকম জঘন্য একটা অপরাধকে কীভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তা দেখে আমার মনে আরও ক্ষোভ জমা হচ্ছে। অপরাধ হল, মানছি। কিন্তু সেটাকে ক্ষমতা দিয়ে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা তো কোনও ভাবেই কাম্য নয়। প্রথমে বলা হল অসুস্থতা, তার পর আত্মহত্যা। আরও পরে ধর্ষণ! কী হচ্ছেটা কী!’ জনসাধারণের সঙ্গে প্রতিবাদে সংহতি জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার কলকাতা সাহসী। আমার কলকাতা চুপ থাকতে পারে না। আগামী কাল স্বাধীনতা দিবস। তার আগেই এ রকম প্রতিবাদ সত্যিই শহর কলকাতা তথা এ রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে রয়ে যাবে।’

ঘটনা নিয়ে কথা বলেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীও। তিনি বলেন, ‘মানুষ দেখুক, জানুক, কী হচ্ছে। একটু ভালো করে দেখুক, জানুক, আমরা কোথায় নেমে এসেছি। মেয়ের মা-বাবারা এমনিতেই এখনও পদে পদে ভয়ে থাকেন।’ তিনি বলেন, ‘বাংলা এখনও সে রকম জায়গা নয়, বাংলা এখনও দিল্লি নয়। বাংলা কোনও দিন দিল্লি হয়ে উঠবে না। তার পরও বলব, বাংলায় এমন ঘটনা বিরল। এই ঘটনা বাংলার বুকে ঘটবে, আশা করা যায় না।’

শহরে নেই অভিনেতা দেব অধিকারী। বন্ধুনী রুক্মিণী মৈত্রকে নিয়ে দেশের বাইরে বেড়াতে গেছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় চুপচাপ ছিলেন তিনি। পুজায় অবমুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘খাদান’-এর একঝলক। হঠাৎ সরব হলেন তিনিও। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতে মেয়েদের একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন দেব। এমনকি ছবি মুক্তিও স্থগিত করেছেন তিনি। লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম “খাদান” ছবির ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণীর প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।’

আরও পড়ুন:

শুরু থেকেই এই প্রতিবাদে যুক্ত ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু আমরা চাইছি, যাতে অন্য কারও মুখ দিয়ে প্রকৃত সত্য আড়াল না করা হয়। যারা এই ঘৃণ্য কাজে মদত দিয়েছে, তাদেরও যেন কঠোর শাস্তি হয়।’ ক্ষুব্ধ দিতিপ্রিয়া আরও বলেন, ‘দিনের পর দিন তো এটাই দেখছি। মহিলাদের পাশাপাশি শিশুকেও ধর্ষণ করা হচ্ছে। এটা আমাদের প্রত্যেকের লড়াই এবং আজ আমরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছি না! ভেবে খারাপ লাগছে, যে রাজ্যে আমরা ঘটা করে দুর্গাপুজা করি, যেখানে মায়ের আরাধনা করি, আজ সেখানেই মহিলাদের সঙ্গে এ রকম ঘটনা ঘটে গেল।’

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।