শাকিব নয়, নতুন নায়ক নিয়ে ‘ভয়ংকর আয়নাঘর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ আগস্ট ২০২৪

নন্দিত নির্মাতা বদিউল আলম খোকনের সিনেমা মানেই নায়ক অবধারিতভাবে শাকিব খান। যেন অভিনেতা-নির্মাতা মিলে এক অলিখিত জুটি। ‘প্রিয়া আমার প্রিয়া’ থেকে ‘মাই নেম ইজ খান’, ‘রাজাবাবু দ্য পাওয়ার’ মিলে প্রায় ২৫টিরও বেশি ছবি উপহার দিয়েছে এই জুটি। এবার নতুন সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা, সেও সাম্প্রতিক আলোচিত আয়নাঘর নিয়ে। কিন্তু এখানে আর শাকিব নয়, নেওয়া হবে নতুন নায়ক।

‘ভয়ংকর আয়নাঘর’ নামে নতুন সিনেমার নাম ঘোষাণা করেছেন নির্মাতা বদিউল আলম খোকন। ১ নভেম্বর থেকে মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং। কিন্তু এ রকম স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম? জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়। তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম।’

আরও পড়ুন:

আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, ‘সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।’

শাকিব নয়, নতুন নায়ক নিয়ে ‘ভয়ংকর আয়নাঘর’

শাকিব খান ছাড়া এ রকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন? আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না। এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘এই ছবিতে শাকিব থাকবে না। তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি। দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে। এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই।’

আরও পড়ুন:

করোনা মহামারির আগে শাকিবকে নিয়ে ‘আগুন’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয়নি। পুনরায় ‘আগুন’ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে। জানা গেছে, ওই লটে ‘আগুন’ ছবির দুটি গান ও সামান্য কিছু দৃশ্যের শুটিং করা হবে। আগামী বছর কোনো একটি উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে

এমআই/আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।