নিরুপায় হয়ে ইউটিউবে সিনেমা মুক্তি তরুণ নির্মাতার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১০ আগস্ট ২০২৪

উন্নয়নের নামে লুটপাট, শেয়ারবাজার ধস, দেশটাকে ভাগ করে নিয়ে অপশাসন ও জনসাধারণের ভোগান্তি দেখে বিপ্লবী হয়ে ওঠে এক ‍যুবক। সেই গল্পে সিনেমা বানিয়েছিলেন এক তরুণ নির্মাতা। কিছুতেই সেটি মুক্তি দেওয়া যাচ্ছিল না। অবশেষে নিরুপায় হয়ে ইউটিউবে অবমুক্ত করা হলো সেই সিনেমা, ‘মিডনাইট মিটিং’।

একবুক স্বপ্ন নিয়ে করোনাকালে ‘মিডনাইট মিটিং’ নির্মাণ করেন মিকসেতু মিঠু। পলিটিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি। কিন্তু প্রতিবাদী সিনেমা বলে কথা! কেউ এটি অবমুক্তির সাহস দেখায়নি। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেল ঘুরে হতাশ হয়ে পড়েছিলেন মিঠু। নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমায় আমি এমন এক যুবকের গল্প বলেছি, যে সবার মতো নয়। সে দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে। যাদের রাতের পরিকল্পনায় দেশ চলে, তাদের ভিত্তিমূলে আঘাত হানে।’

‘মিডনাইট মিটিং’ সিনেমার একটি দৃশ্যে খায়রুল বাশার ও শতাব্দী ওয়াদুদ। ছবি: নির্মাতার সৌজন্যে

আরও অনেককে এই গল্পের অংশীদার করে নিয়ে তিনি বলেন, ‘এটি কেবল আমার গল্প নয়। সমাজের অনেক তরুণই অন্যায়কে নির্মূলের স্বপ্ন দেখে। দর্শক দারুণভাবে গল্পটা রিলেট করতে পারবে। কেউ কেউ ‘মিডনাইট মিটিং’র ভেতর নিজেকেও খুঁজে পাবেন।’ সমাজ নিয়ে একাধারে ক্ষুব্ধ ও আশাবাদী এই তরুণ নির্মাতা বলেন, ‘সমাজে যখন অন্যায়টাই ন্যায় হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায়, সবাই যখন অপশাসন হজম করে বসে থাকে, তখন কেউ কেউ প্রতিবাদী হয়ে ওঠে। যার উজ্জ্বল দৃষ্টান্ত সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতন।’

আজ (১০ আগস্ট) শনিবার সন্ধ্যায় ব্যাকবেঞ্চার ফিকশন নামের একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে মিকসেতু মিঠু পরিচালিত সিনেমা ‘মিডনাইট মিটিং’। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খায়রুল বাশার, রকি খান, পাভেল জামান প্রমুখ।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।