চটেছেন সিয়াম আহমেদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৮ আগস্ট ২০২৪

সরকার পতনের পর দেশজুড়ে সহিংসতার খবর আসছে। রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তছনছ করে প্রেক্ষাগৃহে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। বিষয়টি নিয়ে চটেছেন ঢালিউডের তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে অপশক্তিদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে সিয়াম লিখেছেন, ‘স্টপ ইট। স্টপ ইট নাও। আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে শিল্প-সংস্কৃতির চর্চা আরও সুন্দর হবে, এটাই কামনা ছিল। কেন রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হলো, কেন শিল্পী বগা তালেবের বাড়িতে হামলা হলো? কেন রাজশাহী সিনেপ্লেক্সের এই হাল? কেন রুটস সিনেক্লাবের ক্ষতি করা হলো? কারা করছে এই কাজগুলো?’

ভক্তদের উদ্দেশে সিয়াম লিখেছেন, ‘চলুন, আমরা সবাই মিলে রুখে দিই এই অপশক্তিকে। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে, নতুন এক বাংলাদেশ গড়ি। আমাদের স্বপ্নের বাংলাদেশ।’

এদিকে ভাঙচুরের ঘটনা নিয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সাধারণত আমাদের স্টার সিনেপ্লেক্সের অধিকাংশ শাখা মার্কেটের ভেতরে। এ কারণে সেসব সুরক্ষিত রয়েছে। এটা হাইটেক পার্কের ভেতরে ছিল। হাইটেক পার্কে হামলার কারণে আমাদের সিনেপ্লেক্স ক্ষতিগ্রস্থ হয়েছে।’

এলএ/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।