নবজাতককে পতাকা জড়িয়ে যা লিখলেন নাবিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৬ আগস্ট ২০২৪

সদ্যসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দিনে (৫ আগস্ট) জন্ম নিয়েছে অভিনেত্রী নাবিলার মেয়ে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই সে গায়ে মুড়িয়েছে জাতীয় পতাকা। মা তার নাম রেখেছেন আন্দোলন।

চট্টগ্রামের মেয়ে নাবিলা বিনতে ইসলাম ছোটপর্দায় অভিনয় শুরু করেন ২০১৬ থেকে। কয়েক বছরের মধ্যে টিভি নাটকের ব্যস্ত তারকা হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি করেছেন অনুষ্ঠান উপস্থাপনা। গতকাল মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিলা লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’

সম্পর্কের শুরু থেকেই গোপনীয়তা অবলম্বন করেছিলেন নাবিলা। এমনকি বিয়েটাও করেছিলেন খুব গোপনে। পরে ২০২০ সালে বিষয়টি জানাজানি হয়। এরপর গতকাল এল তার মা হওয়ার খবর।

ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি ‘লিটল অ্যাঞ্জেল আই অ্যাম’ দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় তার। সরকারি অনুদানে বড়পর্দার জন্য ‘যুদ্ধ জীবন’ সিনেমায় কাজ শুরু করেছিলেন নাবিলা। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন রিফাত মোস্তফা। ছবিতে নাবিলা অভিনয় করছেন ফেরদৌসের বিপরীতে। ছবিটি মুক্তি পেলে এটিই হতো নাবিলার অভিষেক সিনেমা। ‌‘মিস্টার পারফেক্ট’, ‘নিষিদ্ধ রাতের গল্প’, ‘সেদিনও বৃষ্টি এসেছিল’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন নাবিলা।

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।