সংযত ও দায়িত্ববান হওয়ার আহ্বান পরীমণির

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সেই শুরু থেকেই ছিলেন ঢালিউড তারকা পরীমণি। ছাত্র-জনতার এক দফা দাবি পূরণ হওয়ার পর বিক্ষুব্ধ মানুষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

আজ বিকেলে পরীমণি ফেসবুকে লিখেছেন, শান্তি চাই! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না!

আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।

এর আগে পরীমণি লিখেছিলেন,'তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল... প্রকৃতি হিসাব রাখে মা।'

গত বুধবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী লিখেছিলেন, ‘শকুনের মতো চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

সর্বশেষ তিনি শেষ করেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র কাজ। সামনে নতুন কাজের পরিকল্পনাও করছেন এই অভিনেত্রী।

এমআই/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।