তারা পিছু হটবে না, অস্ট্রেলিয়া থেকে ফারুকী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০২ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। আজ (২ আগস্ট) শুক্রবার বাংলাদেশের বিভিন্ন স্থানের আন্দোলনের ছবি পোস্ট করে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা। অস্ট্রেলিয়া থেকে সেই পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ আজ এভাবে জেগে উঠেছে। তাদের স্লোগানও বদলে গেছে। একটা পরিবর্তন না আসা পর্যন্ত তারা পিছু হটবে না।’

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় অস্ট্রেলিয়া থেকে ক্ষুব্ধ ফারুকী লিখেছেন, এটাই আজকের বাংলাদেশ! মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর কিছু নেই। স্পষ্ট ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আপনাকে অবস্থান বদলের সুযোগ করে দিয়েছিল। আপনি ইতিবাচক সাড়া দেননি। আপনি বরং উপহাসমূলক তদন্ত করে পুলিশ রিপোর্ট করিয়েছেন যে, পুলিশের গুলিতে কেউ মরেনি। ২৬৭ জনের (আনুষ্ঠানিক গণনা) মধ্যে কেউ পুলিশের হাতে মারা যায়নি! নিজের এজেন্ডা বাস্তবায়নে গল্প বানিয়ে আপনি কি মানুষের সঙ্গে মজা করছেন?’

তিনি আরও লিখেছেন, ‘এসব কারণেই মানুষ আজ এভাবে জেগে উঠেছে। তাদের স্লোগানও বদলে গেছে। একটা পরিবর্তন না আসা পর্যন্ত তারা পিছু হটবে না। স্বাধীনতা দীর্ঘজীবী হোক। চলুন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করি আর আমাদের গণতান্ত্রিক অধিকার জিতে নিই। এক্ষুণি, নয়তো কখনই হবে না।’ হ্যাশট্যাগে জানিয়েছেন, সেভ বাংলাদেশি স্টুডেন্ট, সেভ বাংলাদেশ, জাস্টিস ফর স্টুডেন্টস, বাংলা রাইজ, প্রতিরোধ, ডাউন উইথ ফ্যাসিজম। এর আগে গত ১৭ জুলাই চলমান ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান ও মত প্রকাশ করেছিলেন ফারুকী। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির আন্দোলন, আপনারা বোকার স্বর্গে আছেন।’

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেটে সকাল থেকে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, অভিনেতা সিয়াম আহমেদ প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার বাংলাদেশের বিভিন্ন স্থানের আন্দোলনের ছবি পোস্ট করে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা। অস্ট্রেলিয়া থেকে লিখেছেন, ‘মানুষ আজ এভাবে জেগে উঠেছে। তাদের স্লোগানও বদলে গেছে

‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, শঙ্খ দাশগুপ্ত, হুমাইরা বিলকিস, তানিম নূর, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাসিক আমিন, ধ্রুব হাসান, অভিনেতা আজাদ আবুল কালাম, অভিনেত্রী আজমেরী হক বাধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পায় গত বছর। তাতে প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি। ২০১৬ সালের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনার ওপর ভিত্তি করে তার বানানো সিনেমা ‘শনিবার বিকেল’ দেশে সেন্সর ছাড়পত্র পায়নি। দীর্ঘ বিরতির পর সনি লিভ নামের একটি বিদেশি ওটিটিতে মুক্তি পায় ছবিটি, যা এ দেশের মানুষের দেখার সুযোগ ছিল না। এই নির্মাতার বানানো সিরিজ ‘৪২০’ দেশের রাজনৈতিক অবস্থাকে নগ্ন করে তুলে ধরেছিল। সে কারণে মাঝপথে সিরিজটি বন্ধ করে দেওয়া হয়।

আরএমডি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।