এটিএন বাংলায় ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

জুয়েল মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে অপরাধমূলক সত্য কাহিনী অবলম্বনে ‘ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। শিগগিরই এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় ধারাবাহিকটি প্রচারিত হবে। প্রতি পর্বে থাকবে আলাদা আলাদা কাহিনী।

জুয়েল মাহমুদ বলেন, প্রত্যেকটি ঘটনা যেই থানায় ঘটেছে সেই থানায় চিত্র গ্রহণ এবং ঘটনার চরিত্র বাংলাদেশে এখনো টেলিভিশনে দেখা যায়নি এমন দক্ষ অভিনয় শিল্পীদের দিয়ে চিত্রায়ণ করা হয়েছে।  আবেগতাড়িত না হয়ে বিবেককে সদা জাগ্রত রাখার চেষ্টা আর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে সতর্ক রাখাই এর উদ্দেশ্য।

ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যকার জুয়েল মাহমুদ, তথ্য সংগ্রহে রয়েছেন এবি এম সুজন, সার্বিক তত্বাবধায়নে মো. আশরাফ উল ইসলাম পিপিএম।

জুয়েল মাহমুদ আরো বলেন, প্রথম ১টি ঘটনা নেয়া হয়েছে নোয়াখালী জেলার সেনাইমুড়ী থানা থেকে। ১২ বছরের শিশু মাসুমকে অপহরণ করে নিয়ে হত্যা করে মুরগীর খামারে মাটি চাপা দিয়ে রাখে মাসুমের মায়ের সাথে অবৈধ সম্পর্ক থাকা ওসমান গণি। পরবর্তী দুটো ঘটনা নোয়াখলী জেলার চাটখিল থানা থেকে। রিকশাচালকের সন্তান জিহাদ নামের ৪ বছরের এক শিশুকে আর এক রিকশাচালক অপহরণ করে নিয়ে যায়, পুলিশ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিহাদকে জিবিত উদ্ধার করে। পুলিশের বর্তমান প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সংঘবদ্ধ চক্রকে উদ্ধার করে। বর্তমানে ঢাকার বিভিন্ন থানার আলোচিত ঘটনা গুলোর দৃশ্যায়ন চলছে। বিজ্ঞপ্তি।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।