বাজে ছেলে দর্শকের মন ভরাবে : দীপালি
ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেখানে সাফল্যের ধারাবাহিকতায় নাম লিখেয়েছেন চলচ্চিত্রে। বলছি চিত্রনায়িকা দীপালি আক্তার তানিয়ার কথা। ‘পায়রা’ এবং ‘ব্ল্যাকমেইল’ ছবি দুটিতে কাজ করলেও একক নায়িকা হিসেবে এবারই অভিষেক হচ্ছে দীপালির।
আগামীকাল শুক্রবার, ২৯ এপ্রিল সারা দেশব্যাপী ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সোহেল বাবু পরিচালিত ‘বাজে ছেলে’ ছবিটি। সেখানে অভিনয় করেছনে দীপালি। তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, সংগীত পরিচালনায় আছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন।
ছবিটি নিয়ে দীপালি কথা বললেন জাগো নিউজের সঙ্গে...
জাগো নিউজ : কেমন আছেন?
দীপালি : গরমে জীবন অতিষ্ঠ। কোথাও যেতে ইচ্ছে করে না। বাসায় আছি, ভালোই আছি।
জাগো নিউজ : আগামীকাল একক নায়িকা হিসেবে আপনার ছবি মুক্তি পাচ্ছে। টেনশন হচ্ছে না?
দীপালি : সে তো হয়ই কিছু অল্প বিস্তর। এই ছবিটি আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট। অনেক পরিশ্রম করেছি ছবিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। এবার দর্শকদের ভালো লাগলেই সব সার্থক হবে। তবে আমার বিশ্বাস পজেটিভ ফলাফল পাবো। সেজন্য নিজের ভিতর চাপ কিছুটা কম কাজ করছে। এখন দেখা যাক কি হয়!
জাগো নিউজ : ছবির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন না?
দীপালি : হ্যাঁ নিচ্ছি তো। বিভিন্ন রকম প্রচারণায় অংশ নিচ্ছি আমি ও বাপ্পী। ছবি মুক্তির সময় হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবি দেখারও প্ল্যান আছে।
জাগো নিউজ : বাজে ছেলে ছবিতে কাজ করে বিশেষ কোনো অভিজ্ঞতা হয়েছে?
দীপালি : পুরো ছবিটাই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিলো। তবে নতুন অভিজ্ঞতা বলা যায়, এ ছবিতে আমাকে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়েছে। এতটা অন্তরঙ্গ দৃশ্যে এর আগে আমি কখনো কাজ করিনি। এটা আমার জন্য বিশেষ একটা অভিজ্ঞতা। তাছাড়া অভিনয়-নাচ সবকিছুতে আগের চেয়ে ভালো অভিজ্ঞতা অর্জন হয়েছে।
জাগো নিউজ : সহশিল্পী হিসেবে বাপ্পীকে কেমন মনে হলো?
দীপালি : বাপ্পী খুব ভালো একজন অভিনেতা। সে কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। যখন আমাদের দুজনের শট থাকতো আমরা তার আগে ডিসকাস করে নিতাম যাতে কাজটি ভালো হয়। তার জন্যই ছবিতে আমাদের রসায়নটা বেশ সাবলীল হয়েছে। দর্শকরা সেটা উপভোগ করবেন।
জাগো নিউজ : আপনার চোখে বাজে ছেলে ছবিটি কেমন?
দীপালি : এটি আসলে সব শ্রেণির দর্শকের ছবি। ছবির নাম ‘বাজে ছেলে’ হলেও ছবিটি বাজে এটা ভাবার অবকাশ নেই। হা হা হা.... এখানে প্রেম আছে, বিরহ আছে। পারিবারিক একটি গল্পও আছে। সেজন্য আমি বলবো সব শ্রেণির দর্শকদের কাছে ছবিটি উপভোগ্য হবে।
জাগো নিউজ : ছবিতে আপনার চরিত্রটি কেমন?
দীপালি : আমার চরিত্রের নাম পিয়া। নাটকীয়তায় ভরপুর একটি চরিত্র প্লে করেছি। বাকিটা দর্শকরা হলে গিয়ে আবিষ্কার করবেন।
জাগো নিউজ : নতুন কোনো ছবিতে কাজ করছেন?
দীপালি : মিশন মাদ্রিদ এবং রক নামের দুটো ছবি হাতে আছে। এছাড়া আরো দুইটি ছবিতে কাজের ব্যাপারে কথা চলছে। আগামী মাসে প্রথমেই চূড়ান্ত হবে।
জাগো নিউজ : আপনার নতুন ছবির জন্য শুভকামনা......
দীপালি : জাগো নিউজকে ধন্যবাদ।
এলএ