‘ডাইরেক্ট অ্যাকশন’, পর্দায় ফিরছেন পপি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৪ জুলাই ২০২৪
সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহীত

কিছুদিন পর পর বিনোদন পাড়ায় হায়-হুতাশ শোনা যায়। পপি কোথায়! পপি নাই! তাকে নিয়ে শোনা যেত নানা গুঞ্জন। এরই মধ্যে তার বিয়ে ও মা হওয়ার খবর পেয়ে গেছেন সবাই। নতুন খবর হচ্ছে পর্দায় ফিরছেন পপি। মুক্তি প্রতীক্ষিত পপির সিনেমার নাম ‘ডাইরেক্ট অ্যাকশন’।

নতুন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভীন পপি। এতে তার বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। ছবিটি বানিয়েছেন সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘এরই মধ্যে ছবির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেব। আপাতত সেটা আর করা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন:

শহীদুল ইসলাম খোকন, সোহানুর রহমান সোহানদের মতো বড় পরিচালকদের সঙ্গে কাজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন পপি। পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই পপি হঠাৎ হারিয়ে যান। কয়েক বছর আগে শিল্পী সমিতির নির্বাচনে এক ভিডিওবার্তার মাধ্যমে আবারও দেখা যায় তাকে। তারপর আবারও আত্মগোপনে চলে যান এই ঢালিউড অভিনেত্রী। সিনেমার মুক্তি উপলক্ষে পপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? জানতে চাইলে পরিচালক জানান, না। তিনি বলেন, ‘শুটিং চলাকালে পপি বলেছিলেন, বিয়ের পর থেকে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন। যতদূর জানি, তিনি পরিবার নিয়ে ধানমন্ডিতে থাকেন। আমাদের উচিত তাকে নিজের মতো থাকতে দেওয়া।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২০১৯ সালে মুক্তি পায় পপি অভিনীত শেষ ছবি ‘দি ডিরেক্টর’। অন্যদিকে বেশ আগে নির্মাণ শেষ হওয়া ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তির ঘোষণা এসেছিল বেশ কয়েকবার। বারবার পিছিয়ে দেওয়ার পর অবশেষে জানা গেল, এ বছর মুক্তি পাচ্ছে ছবিটি। যদি আবারও থমকে না যায়, তাহলে পপির নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবে আগামী ২৩ আগস্ট।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।