কবিতার ভাষায় ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন নিশো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৮ জুলাই ২০২৪

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন বসে নেই বিনোদন অঙ্গনের তারকারাও। একের পর এক তারকা এ আন্দোলন নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন। কবিতার ভাষায় বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আফরান নিশো। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে মতপ্রকাশ করেছেন নিশো।

ফেসবুকে আফরান নিশো যে কবিতাটি পোস্ট করেছেন তা হুবহু তুলে ধরা হলো—
আমার সোনার বাংলা
আমাদের প্রাণ
লাল সবুজের পতাকা
সবুজের মাঝে লাল...

বাবা মুক্তিযোদ্ধা
চেতনা-
লড়বো যদি যাক প্রাণ
লাল সবুজের পতাকা

তাদেরই প্রতিদান
তাদের আত্মত্যাগের ঘ্রাণ…

তবে আজ
কেন এত লাল?

সবুজে লাল খুঁজি…
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত
পুরো জাতি কি আজ অবুঝ?

বলেন না?
মা বলেন, আর চাই না লাল...
ফিরিয়ে দাও আমার সবুজ।

লাল সবুজের পতাকায় আজ কেন এত লাল?

শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাই না
রক্তাক্ত রাজপথ চাই না
হোক সমাধান
লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।

এলএ/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।