নতুন বিজ্ঞাপনে তৌকির-বিপাশা


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনে আবারো একসঙ্গে দেখা যাবে ছোটপর্দার তারকা দম্পতি তৌকির আহমেদ এবং বিপাশা হায়াতকে।

এটি কেয়া হোয়াইটপ্লাস ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন। নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। স্ক্রিপ্ট ও আনুষঙ্গিক ক্রিয়েটিভ সাপোর্ট দিয়েছেন আসিফ ইফতেখার পিয়াস।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘কিছুদিন আগে আফসানা মিমি এবং শহীদুজ্জামান সেলিমকে নিয়ে কেয়া লেমন ডিটারজেন্ট পাউডারের একটি বিজ্ঞাপনচিত্র সবার মাঝে বেশ সাড়া ফেলেছে। সেজন্য চেয়েছি কেয়া হোয়াইটপ্লাস ডিটারজেন্ট পাউডারের নতুন এই বিজ্ঞাপনটিতে আরো কিছুটা চমক দেওয়ার। সেজন্য তৌকির-বিপাশাকে নিয়েছি। তারা এর আগে অনেক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেও কেয়ার বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলেন।’

নির্মাতা আশা প্রকাশ করে বলেন, বরাবররের মত এবারের বিজ্ঞাপনটিও দর্শকদের কাছে ভালো লাগবে এবং তাদের জুটির রসায়নটাও এই বিজ্ঞাপনে জমে উঠবে। শিগগির তৌকির-বিপাশার এই বিজ্ঞাপনটিও প্রচারে আসবে বলে জানিয়েছেন অমিতাভ রেজা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অমতিাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।