শাহ্ হামজার ‘পাগল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৬ জুলাই ২০২৪

গানে গানে সমাজের চিত্র তুলে ধরলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। প্রকাশ হয়েছে তার ‘পাগল’ শিরোনামের একটি গান। এর কথা হচ্ছে, ‘নিদর্শন এক কঠোর দুতি/ ক্লান্ত হয়েছে জীবন অবধি/ অসৎ সমাজের দারে দাঁড়িয়ে/ এক ভদ্র বেশি পাগল আমি/ নীতি ভ্রষ্ট সমাজের দানবেরা করিল আমায় নিঃস্ব।’

গানটি লিখেছেন সৈয়দ মোহাম্মদ খসরু আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, সমাজের দূষণের বিরুদ্ধে দাঁড়ানোর সংগ্রাম এবং যারা উজ্জ্বল পথের জন্য চেষ্টা করে তাদের জন্য বাস্তবতা অনেক কঠিন। আমি সমাজের সে চিত্র এ গানে তুলে ধরার চেষ্টা করেছি।’

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ গান ১৯৯৭ সালে সম্পন্ন হয়েছিল কিন্তু প্রায় ২৭ বছর পর এটি মুক্তি পেলো। গানটিতে আমার সাথে বাজিয়েছেন প্রয়াত গোলাম ফারুক ও জাহিদ বাশার পংকজ। এর মধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে তার কণ্ঠে ‘প্রীতির বাঁধন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়।
এদিকে নব্বই দশকে হামজার গানের সঙ্গে পথাচলা শুরু হয়। ১৯৯১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি ‘ব্যাক ডোর ম্যান’ নামে প্রথম ব্যান্ড গঠন করেন। তবে এখন সলো শিল্পী হিসেবেই গান প্রকাশ করছেন তিনি।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।