মঞ্চকথার আয়োজনে রতন সিদ্দিকীর একক বক্তৃতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ জুলাই ২০২৪

বাঙালি সাংস্কৃতিক জীবনের সূচনা সুদূর অতীতে। কালে কালে গ্রহণ-বর্জনের মাধ্যমে তা রূপান্তরিত ও ঋদ্ধ হয়েছে। আবার কখনো ধর্ম-অধর্মে, সংহার-শোষণে বিপন্ন হয়েছে। কিন্তু কখনোই সহজিয়া ধারা থেকে বিচ্ছিন্ন হয়নি।

এ বিষয়ে থিয়েটার বিষয়ক সাময়িকী ‘মঞ্চকথা’ আগামী ৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে লেকচার ওয়ার্কশপের আয়োজন করেছে। ‘বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার’।

এ বিষয়ে দেশবরেণ্য সংস্কৃতিজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী একক বক্তৃতা প্রদান করবেন। রতন সিদ্দিকী বলেন, ‘দর্শনীর বিনিময়ে মানুষ শুনতে এসেছে- এ সংবাদটি আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। মানুষ কথা শুনছে। মানুষ বাঙালি সংস্কৃতির সহজিয়া দর্শনকে নিয়ে চিন্তা করছে এটি আমাকে প্রাণিত করেছে। আমি আশাবাদী। আমি স্বপ্ন দেখছি বাঙালি জীবনের রূপান্তরের। জয় হোক মানুষের।’

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।