পূজায় আসছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩০ জুন ২০২৪

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে জনপ্রিয় নাট্যকার মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন গত বছরের মধ্যভাগে। এখন চলছে এটির কারিগরি অংশের কাজ।

তবে সেই কাজও শেষ পর্যায়ে বলে জাগো নিউজকে জানিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। চলতি মাসেই এটি সেন্সরে জমা দেবেন। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর সামনে দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে এই নির্মাতার।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম পরিচালিত সিনেমা, তাই এটি খুব যত্নসহকারে নির্মাণ করার চেষ্টা করছি। যেখানে যা লাগে, তার পুরোটাই জোগান দেওয়ার চেষ্টা করেছি। কারণ এ সিনেমার ওপর আমার নিয়মিত কাজ করার বিষয়টি নির্ভর করছে। তাই এটির সফলতা নিয়ে আমি আশাবাদী।’

পূজায় আসছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে সিনেমাটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

পূজায় আসছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্মসের প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, নয়া মানুষের অন্যান্য কাজ আমরা দ্রুত শেষ করে এ বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারব।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।