এ ধরনের আলোচনা আমি পছন্দ করি না: রোশান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৮ জুন ২০২৪

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের দর্শকপ্রিয় নায়ক জিয়াউল রোশান এবারের ঈদুল আজহায় অতিথি হয়ে এসেছিলেন জাগো নিউজের ঈদ স্পেশাল অনুষ্ঠান ‘জাগো তারকা’য়। সারা ফ্যায়রুজ যাইমার উপস্থাপনায় তিনি আড্ডায় বলেছেন জীবনের অনেক ভালোলাগা-মন্দলাগার কথা। সেই সঙ্গে শেয়ার করেছেন ঈদের বিভিন্ন মজার স্মৃতি। ঈদের ‘জাগো তারকা’র বিশেষ আয়োজনের অনুষ্ঠানমালায় রোশানকে নিয়ে এ পর্বটি প্রচার হয়েছে।

জাগো নিউজের ঈদ স্পেশাল ‘জাগো তারকা’র নায়ক জিয়াউল রোশানের এ পর্বটি দর্শকরা বেশ উপভোগ করেছেন। অনুষ্ঠানে উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা আলোচলানার এক পর্যায়ে জানতে তারকাদের আলোচনায় থাকা নিয়ে। তিনি বুবলীসহ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমা করেছেন। এমন প্রসঙ্গ টেনে রোশানকে প্রশ্ন করা হয়- ‘জুটি বাঁধা নায়িকাদের সঙ্গে অনেক নায়কের বিভিন্ন ধরনের সম্পর্কের গুঞ্জন ওঠে, আপনার বেলায় শুনি না কেন?’

আরও পড়ুন:

এমন প্রশ্নের জবাবে রোশান বলেন, ‘আমি এ ধরনের রিউমার বা আলোচনা আমি পছন্দ করি না। অনেকেই অনেক অযাচিত আলোচনা তৈরি করতে চায়। তবে আমি এর সুযোগ দেই না। কেউ কেউ এমনও বলেছেন, রিউমার বা আলোচনা-সমালোচনা না ছড়ালে খবরের শিরোনামে থাকা যায় না। সবার এমন কথার জবাবে আমি বলি- এ ধরনের আলোচনা আমি মোটেই পছন্দ করি না।’

এ ধরনের আলোচনা আমি পছন্দ করি না: রোশান

রোশান আরও বলেন, ‘অনেকে বলেন ভাই একটা আলোচনা তৈরি করে দেই। যেটা অনেকেই করে। এ করে অনেকেই আলোচনায় থাকতে চায়। এমন আলোচনা যারা তৈরি করে দিতে চায় আমি তাদেরকে পরিষ্কার জানিয়ে দেই- আমার কাছে এসব আলোচনা ভালো লাগে না। যার সঙ্গে আমার প্রেম বা কোনো ধরনের সম্পর্ক নেই, আমি কেনো বলতে যাব আমার অমুকের সঙ্গে সম্পর্ক আছে। অমুকের সঙ্গে আমার প্রেম আছে বলে নিউজ করালাম। কয়দিন পর আবার গিয়ে বললাম এগুলো ভুয়া ছিল। আমি আবারও বলছি এ ধরনের আলোচনা বা প্রচার আমার প্রয়োজন নেই।’

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। এটি নির্মাণ করেছেন এমডি ইকাবাল। জানা গেছে, সিনেমাটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

রোশান মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তিনি ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ‘রক্ত’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। এটি বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ তার দ্বিতীয় সিনেমা। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ককপিট’। অভিনেতা দেব প্রযোজিত এ সিনেমা রোশান দেবের সাথে পার্শ্ব ভূমিকায় রূপদান করেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।