আবৃত্তি অ্যালবাম ‘হুম’র মোড়ক উন্মোচন


প্রকাশিত: ১০:০৯ এএম, ২৩ এপ্রিল ২০১৬

অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত আবৃত্তিশিল্পী তরুণ রাসেল ও তামান্না জেসমিনের আবৃত্তি অ্যালবাম ‘হুম’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘শুভজন’র আয়োজনে রাজধানীর প্রফেসর আখতার ইমাম অডিটরিয়ামে ‘হুম’র মোড়ক উন্মোচন, দ্বৈত আবৃত্তি সন্ধ্যা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

hoom

শুভজন সভাপতি গীতিকার এম আর মনজুর সভাপতিত্বে শুভজন আব্দুল্লাহর সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সৈয়দ আল ফারুক, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, ভাস্কর মৃণাল হক, কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মল্লিকা, বিডি হৃদয়, সাবিনা লাকী, সামিত চৌধুরী, জাহিদ হোসেন ও শায়লা রহমান।

hoom

কবি ও আবৃত্তিশিল্পী তামান্না জেসমিনের লেখা কবিতা ও কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ছায়া অবলম্বনে করুণ উপাখ্যান তুলে ধরা হয়েছে।

অ্যালবামটি প্রসঙ্গে আবৃত্তি শিল্পী তরুণ রাসেল জাগো নিউজকে বলেন, ‘একেবারেই ভিন্ন ধাঁচের এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে অ্যালবামটি করা হয়েছে।’

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।