শাকিবের সঙ্গে আবারও দেখা যাবে কলকাতার ইধিকাকে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ জুন ২০২৪

দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ‘বরবাদ’ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন বলে জানা গেছে। এতে আবারও শাকিবের বিপরীতে কলকাতার ইধিকা পালকে দেখা যাবে।

গত ঈদুল ফিতরে শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতায়োজনের এ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এবার সেই গানের নামেই সিনেমার করছেন শাকিব খান।

বিজ্ঞাপন

‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করবেন নাট্যপরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্রগুলোর দাবি, আসছে সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মিশা সওদাগর অভিনয় করবেন বলে জানা গেছে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।