৭ দিনে ৬ কনসার্টে ‘সোনার বাংলা সার্কাস’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ জুন ২০২৪

পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডটি। এটি দেশের বিভিন্ন প্রান্তে স্টেজ শো করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। চলতি মাসে একটানা ৭ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৬টি কনসার্টে অংশ নেবে ‘সোনার বাংলা সার্কাস’।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘সোনার বাংলা সার্কাস’ গানের দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩ থেকে ৯ জুন এ কনসার্ট চলবে। শ্রোতাদের প্রিয় গানগুলো এখানে উপস্থানের চেষ্টা করবো আমরা। আশা করছি আমাদের কনসার্টগুলো সবার কাছে উপভোগ্য হবে।

৭ দিনে ৬ কনসার্টে ‘সোনার বাংলা সার্কাস’

আরও পড়ুন:

তবে দেশের কোনো কোনো স্থানে ‘সোনার বাংলা সার্কাস’ কনসার্টে অংশ নিচ্ছে তা জানতে চাইলে প্রবর রিপন বলেন, এ বিষয়টি নিয়ে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে প্রকাশ করতে পারছি না। তবে এইটুকু বলতে পারি কনসার্টগুলো সবার জন্য উন্মুক্ত নয়।

এদিকে এই মাসে তাদের দ্বিতীয় অ্যালবাম বাজারে আসছে। এ অ্যালবামে ১৬টি গান থাকবে বলে জানা গেছে।

৭ দিনে ৬ কনসার্টে ‘সোনার বাংলা সার্কাস’

২০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কীবোর্ড)।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।