পরীমণির রহস্যময় পোস্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০১ জুন ২০২৪

দেশীয় শোবিজের আলোচিত দম্পতি শরিফুল রাজ-পরীমণি তাদের সংসার জীবনের ইতি টেনেছেন প্রায় দুই বছর হয়েছে। বিচ্ছেদের পর থেকেই তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ।

এমনকি কোনো অনুষ্ঠানে রাজ-পরী দাওয়াতে গেলে কেউ কারো সামনে পড়ত না। শুধু তা-ই নয়, তারা উভয়ে একই অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার খবর জানতে পারলে সেই অনুষ্ঠানেও তারা যেতেন না।

কিন্তু কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় আবারও নাকি পরীর বাসায় যাতায়াত শুরু করেছেন শরিফুল রাজ। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার।’

পরীমণির রহস্যময় পোস্ট

আরও পড়ুন:

পরী আরও বলেন, ‘কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। আমি যত্ন করে কাগজপত্রগুলো রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। এলে তো আর বের করে দিতে পারি না।’

পরীর বাসায় রাজ খাওয়া-দাওয়া করেছেন একসঙ্গে-এমনটাও জানা গেছে। কিন্তু আজ (১ জুন) বেলা ১১টার দিকে পরী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পরীমণি আজকের স্ট্যাটাসে লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’

এমন পোস্ট দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরীর এমন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে জানতে চাইছেন- ‘কাকে বাসার দারোয়ানই ঢুকতে দিবে না’ কিংবা ‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’

পরীমণি এমন এক প্রশ্নের উত্তরে লেখেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’

পরীমণির রহস্যময় পোস্ট

পরীর এমন রহস্যময় পোস্টে কারো নির্দিষ্ট নাম প্রকাশ না করলেও অনেকেরই বুঝতে বাকি নেই যে কাকে উদ্দেশ্য করে পরী এই পোস্ট দিয়েছেন।

এখন পরীমণির হাতে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের কাজ রয়েছে। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হবে বলে জানা গেছে। এটি নির্মিত হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’র ব্যানারে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।