শুক্রবার ৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুসাফির


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২১ এপ্রিল ২০১৬

তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিটি আগামীকাল সারাদেশ ব্যাপী ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক আশিকুর রহমান নিজেই।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮৩টি প্রেক্ষাগৃহে মুসাফির ছবিটি প্রদর্শিত হবে এটা চূড়ান্ত। হয়তো আরো দুই একটি প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে পারে।’

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিক নিজেই। এই ছবি দিয়ে ঢাকাই ছবিতে পা রাখছেন চট্টগ্রামের মেয়ে মারজান জেনিফা। এখানে তার বিপরীতে থাকছেন ঢাকাই ছবির হার্টথ্রুব হিরো আরিফিন শুভ।

বেশ কিছুদিন আগে মুসাফিরের ট্রেলার এবং গান মুক্তি পায় ইউটিউবে। সেখানে নায়ক শুভকে যেমন ধুন্দুমার অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গেছে তেমনি ছবির গানগুলোতে শুভ-জেনিফারের রোমান্স নজর কেড়েছে দর্শকদের।

‘মুসাফির’ প্রসঙ্গে নির্মাতা আশিক আগেই জানিয়েছিলেন, ‘এই চলচ্চিত্রে থাকছে একটা ভ্রমণের গল্প। জার্নির মধ্যে ঘটতে থাকে যত ঘটনা। একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। নায়িকাকে খুন করতে গিয়ে উল্টো তার প্রেমে পড়ে যান। এভাবেই অ্যাকশন-থ্রিলারধর্মী মুসাফিরের গল্প এগিয়ে যায়।

‘মুসাফির’ ছবিতে শুভ-জেনিফার ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, জাদু আজাদ, রেবেকা প্রমুখ।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।