নতুন ব্যান্ড মুনজ নিয়ে ফিরছেন পঞ্চম


প্রকাশিত: ১০:০২ এএম, ২১ এপ্রিল ২০১৬

আর্কের পঞ্চম বললেই শ্রোতাদের চোখের সামনে ভেসে হাসি হাসি মুখটা। অনেকদিন তিনি কোনো আলোচনাতে নেই, গানেও নেই। এ নিয়ে অনেক কৌতুহল ছিলো সবার মনে- কোথায়, কেন হারিয়ে গেলেন পঞ্চম?

অবশেষে সব কৌতুহল মিটিয়ে ফিরলেন গানের কিংবদন্তি মাহমুদুন্নবীর পুত্র ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবীর ছোট ভাই পঞ্চম। জানা গেল তিনি বেজ গিটার গলায় ঝুলিয়ে হাজির হচ্ছেন সদ্য গঠিত ব্যান্ড ‘মুনজ’ নিয়ে।

এই দলে তার সহযাত্রী হিসেবে সঙ্গে থাকছেন সংগীতশিল্পী অটামনাল মুন, লিড গিটারিস্ট শুভ এবং ড্রামার রেজওয়ান। ব্যান্ড গঠনের পর প্রথমবার পুরো দল নিয়ে পঞ্চম হাজির হচ্ছেন  দেশ টিভির ফনো লাইভ কনসার্ট ‘কলের গান’এটি প্রচার হবে আগামীকাল শুক্রবার, ২২ এপ্রিল রাত ১১টা ৫৪ মিনিটে।

সেখানে গান করার পাশাপাশি পঞ্চম শোনাবেন তার প্রত্যাবর্তনের গল্প। জানাবেন নতুন দল গঠন ও তার ভবিষ্যত পরিকল্পনার কথা।
 
এর আগে তিনি জাগো নিউজকে জানালেন, ‘নতুন করে শুরু করার প্রত্যয় রেখেই ‘মুনজ’ গঠন করা হলো। এখানে আমার সঙ্গে মুন আছে। সেও আমার মতো ব্যান্ড আর্কে ছিলো। পাশাপাশি ড্রামস বাদক রেজওয়ানও আর্কে ছিলো কিছুদিন। আশা করি নিজেদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রোতাদের জন্য ভালো কিছু গান করতে পারব।’

সেইসঙ্গে পঞ্চম আরো বলেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ, যারা আমাকে মনে রেখেছেন। আমি নিয়মিত নই বলে যারা অভিযোগ করেছেন তাদের বলতে চাই- সুন্দর কিছু গান দিয়েই আপনাদের ভালোবাসার বিনিময় দেব।’

তিনি আরও জানান, চলতি বছরই প্রকাশ পাবে ‘মুনজ’র প্রথম অ্যালবাম। চলছে সেই প্রস্তুতি। তার আগে এখন ব্যান্ডের পারফর্মেন্সে থাকবে পঞ্চম ও মুনের তৈরি পুরনো গানগুলোই।

প্রসঙ্গত, ২০০১ সালে জনপ্রিয় ব্যান্ড আর্ক বিলুপ্ত হয়ে যায়। ব্যান্ডটিতে ভোকাল দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন হাসান।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।