ভারতে প্রদর্শিত হবে সাইফ চন্দনের ছবি


প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ এপ্রিল ২০১৬

ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে গোল্ডেন ট্রায়াঙ্গাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের তিন ছবি। তারমেধ্য একটি হলো নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি।

চন্দন ফেসবুকে জানালেন, আগামী ২১-২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে উৎসবটি। সেখানে যোগ দিতে আজ বুধবার সকালে ঢাকা ছেড়েছেন তিনি।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ আমার পরিচালিত প্রথম ছবি। দেশে তো বেশ ভালোই প্রশংসা পেয়েছি। এবার ছবিটি ভারতেও প্রদর্শিত হবে ভাবতেই ভালো লাগছে। আগামীতে কাজের ক্ষেত্রে এটি প্রেরণা যোগাবে।’

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরজু কায়েস ও আইরিন সুলতানা।

এদিকে, সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছাড়াও রওশন আরা নীপা পরিচালিত ‘মহুয়া সুন্দরী’ এবং রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ ছবি দুটিও প্রদর্শিত হবে উৎসবে।

মজার বিষয় হলো, এই উৎসবে আমন্ত্রিত হওয়া তিন পরিচালকেরই অভিষেক ঘটেছে চলতি বছরে। তারা প্রত্যেকেই আমন্ত্রিত হয়েছেন তাদের প্রথম ছবির জন্য।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।