আঁচলের জীবনে পাঁচ পুরুষ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২০ এপ্রিল ২০১৬
ছবি : মাহবুব আলম

কখনো বাবার আদর, ভাইয়ের স্নেহ, প্রেমিকের খুনসুটি, স্বামীর ভালোবাসা, এমনই বৈচিত্রময় পুরুষের প্রয়োজনীয়তা ও বিস্তৃতি নারীর জীবনে। আবার সব নারীরই মনের গহীনে থাকেন স্বপ্ন পুরুষ। হয়তো তাকে পাওয়া হয় না কোনোদিন, কিন্তু সেই পুরুষ থেকে যান উত্তম পুরুষ হয়ে। চিত্রনায়িকা আঁচলেরও আছে সেই পুরুষ। তিনি জানালেন তার স্বপ্নের পুরুষের কথা। সেইসঙ্গে বললেন তার জীবনের পুরষের নানা ভূমিকার গল্পটাও-

পুরুষ যখন বাবা
একটি মেয়ের জীবনে বাবার ভূমিকা অনেক বেশি। মেয়েরা একটু বাবা সোহাগী হই বলেই মায়েদের অভিযোগ থাকে। অভিযোগ হোক আর যাই হোক, বাবার ভালোবাসার তুলনা নেই। আমার বাবা আমাকে খুব ভালোবাসেন। আমার কাজের সকল অনুপ্রেরণা তিনিই জুগিয়ে থাকেন। তার কাছ থেকে আমি দায়িত্ব নিয়ে কাজ করতে শিখেছি। কাজের ভালো মন্দের বাজ-বিচার আমি আমার বাবার কাছ থেকেই প্রথম পাই। তবে বাবার ব্যস্ততার জন্য অনেক সময় তাকে কাছে না পেলে মা-ই আমায় আগলে রাখেন সব-সময়। মোটকথা আমার কাছে আমার বাবা পুরুষ হিসেবে একজন সফল ব্যক্তিত্ব।

Achol 1
ভাই হিসেবে পুরুষ

খুব বেশি বন্ধু আমার আছে সেটা আমি বলবো না। ভাইয়া আমার পৃথিবীর সবচেয়ে কাছের বন্ধু। ভাইয়াকে খুব মিস করি সবসময়। তার সঙ্গে দেখা হলেই জীবনটা জমজমাট লাগে। সে আমার কেয়ার করে, নানাভাবে পরামর্শ দেয়, অসময়ে সাহস যোগায়। আমার ভাই সবার সেরা।

পুরুষ যখন বন্ধু
আমার বন্ধুর সংখ্যা একাবারেই হাতেগোনা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও আমার বেশি বন্ধু ছিলো না। আমি কথা বলি খুব কম। তাই সবাই মনে করে আমি মুডি। আসলে বিষয়টি তা নয় মোটেও। তবু যে ক`জন পুরুষ বন্ধু আমার আছে তাদের তুলনা তারাই। আপদে-বিপদে পাশে থাকে। বোঝাপড়াটাও বেশ। আমি একজন মেয়ে বলে আমাকে তারা বিশেষ চোখে দেখে না। একজন মানুষ হিসেবেই আমার যোগ্যতা ও ক্ষমতার মূল্যায়ণ করে। এটা আমার খুবই ভালো লাগে।

Achol 2
স্বপ্নের নায়ক

এটা যদি বলতেই হয় তবে একটাই নাম বলবো শাহরুখ খান। তার অভিনয়ে আমি মুগ্ধ। সকল চরিত্রে তার বিচরণ আমার সবসময় ভালো লাগে। কখনো তাকে যদি সামনা সামনি পাই তাহলে আমি যে কি করব তা নিজেও জানিনা। হা হা হা হা.....
তাই দেখা না হওয়াই ভালো। স্বপ্নে স্বপ্নেই তার নায়িকা হয়ে থাকতে চাই।

Achol 3

স্বপ্নের পুরুষ

হা হা হা.... আমি জানি না আমার স্বপ্নের পুরুষ কেমন হবে। তবে মনে মনে যাকে মনের মানুষ ভেবে এঁকেছি, স্বপ্ন দেখেছি তাকে অবশ্যই শিক্ষিত, রুচি সম্পন্ন, ব্যক্তিত্ববান হতে হবে। আসলে পুরুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ব্যক্তিত্ব। তাছাড়া আমাকে প্রচুর ভালোবাসবে, অভিভাবক হিসেবে দিক নির্দেশনা দিবে, বন্ধুর মতো সবকিছুর ভাগ নিবে, আদর্শ সংসারী হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।