এখন কেমন আছেন শ্রীময়ী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১২ মে ২০২৪

সম্প্রতি তাপপ্রবাহ বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। গত মাসে যখন শহরে তাপপ্রবাহ চলছিল, তখন হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল টালিউড অভিনেত্রী শ্রীয়মী চট্টরাজকে। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বেশ কয়েক দিন হয়েছে। কিন্তু ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর ধারাবাহিকে ফেরার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন

শনিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ও ছবি পোস্ট করেছেন শ্রীময়ী, যা দেখে অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রী কোথাও ছুটি কাটাচ্ছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীময়ী পরিবারকে নিয়ে কয়েকদিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘এখন ফিরে এসেছি। আসলে, বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছিল না। কাঞ্চনও (মল্লিক) ভোটের কাজে ব্যস্ত। তাই পরিবারের সবাইকে নিয়ে এক দিনের জন্য ঘুরে এলাম।’

এ মুহূর্তে দর্শক শ্রীময়ীকে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে দেখছেন। এপ্রিল মাসে অসুস্থ হওয়ার পর শুটিং থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, ‘আমি প্রযোজনা সংস্থার থেকে দিন পনেরোর ছুটি চেয়েছিলাম। বলেছিলাম, সুস্থ হয়ে ফ্লোরে ফিরব। তারা এক কথায় রাজি হয়ে যান।’

অসুস্থতার জন্য মাঝে কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় থেকেও দূরে ছিলেন শ্রীময়ী। ব্যতিক্রম ছিল স্বামী কাঞ্চনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা। শ্রীময়ী বললেন, ‘কিছুই পোস্ট করিনি। সুস্থ হওয়ার পর এবার একটু পোস্ট করা শুরু করেছি। একটু পরিবারের সঙ্গে বের হচ্ছি।’

শ্রীময়ী আরও জানালেন, অসুস্থতার সময় প্রযোজনা সংস্থা ছাড়াও ধারাবাহিকের ইউনিটের সদস্যরা নিয়মিত তার খোঁজ-খবর নিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা তো একটা পরিবারের মতো। প্রত্যেকে ফোন করে জানতে চেয়েছেন, কেমন আছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’সোশ্যাল মিডিয়ায় তার অন্যথা হয়নি। শ্রীময়ী জানালেন, অনুরাগীরা নিয়মিত জানতে চেয়েছেন, অভিনেত্রীকে আবার কবে ছোট পর্দায় দেখা যাবে।

শ্রীময়ী এখন সুস্থ। তা হলে কবে থেকে আবার ফ্লোরে ফিরবেন তিনি? বললেন, ‘আমার কল টাইম পেয়ে গেলেই শুটিংয়ে ফিরব। আর অপেক্ষা করতে চাইছি না।’

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।