‘ঘুড়ি’ গানের যুগপূর্তিতে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১২ মে ২০২৪

গীতিকবি জাহিদ আকবর, লুৎফর হাসান এবং সোমেশ্বর অলি- এ তিনবন্ধুর পথচলা আজ দুই দশক। তারা তিনজনই নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন সুনামের সঙ্গে। লুৎফর হাসানের গাওয়া গান ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ লিখেছিলেন সোমেশ্বর অলি।

তাদের তিন বন্ধুর টানাপড়েনের গল্প উঠে এসেছিল সেই গানে। পরবর্তীতে সেই গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ঘুড়ি গানের প্রকাশের পর কেটে গেছে এক যুগ। এ এক যুগ পরের ভাবনা নিয়ে সোমেশ্বর অলি আবারও লিখেছেন নতুন গান। কণ্ঠে নিয়েছেন লুৎফর হাসান। আর গানে অলির লেখা কবিতায় কণ্ঠ দিয়েছেন জাহিদ আকবর।

এবারের গানের শিরোনাম ‘মিছিল আমাকে এখনো টানে’। ঘুড়ি গানের সংগীত পরিচালক ছিলেন কিশোর দাস। নতুন গানের সংগীত আয়োজনও যথারীতি তিনিই করেছেন। অলির সঙ্গে যৌথভাবে সুর করেছেন নাহিদ হাসান।

সম্প্রতি এ গানের ভিডিওর শুটিং শেষ হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। আল মাসুদ নির্মাণ করেছিলেন ঘুড়ি গানের মিউজিক ভিডিও, তাই এবারের গানের ভিডিও নির্মাণও করলেন তিনিই। শিগগির জি-সিরিজ থেকে প্রকাশ পাবে নতুন গানের ভিডিও।

তিন বন্ধুর একত্রে যুক্ত হওয়ার ব্যাপারে সোমেশ্বর অলি বলেন, ‘এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। আমার মতে, জাহিদ আকবর ও লুৎফর হাসানের বন্ধুত্বের নতুন সেতুবন্ধন এ গান। সেই জায়গা থেকে গানটির আবৃত্তির অংশে জাহিদ আকবরকে যুক্ত করা।’

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।