আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৮ মে ২০২৪

চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল। এফডিসিতে জানাজা শেষে বুধবার (৮ মে) সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে ৭ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

এদিকে দাফনের আগে বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আনা হয়। শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

jagonews24

এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।

এমআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।