সীমান্ত ঐকতানে গাইবেন মমতাজ


প্রকাশিত: ০৩:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

আজ শনিবার বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান `পপুলার লাইফ ইন্স্যুরেন্স সীমান্ত ঐকতান`। ফোক সম্রাজ্ঞী মমতাজ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। `বিজিবি দিবস-২০১৪` উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে প্রায় তিন ঘণ্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানটি বিজিবি সদর দপ্তর থেকে এটিএন বাংলা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জন্য নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন মমতাজ। এছাড়া থাকবে অন্যান্য শিল্পীর সঙ্গীত এবং নৃত্যসহ নানা রকম পরিবেশনা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও তাদের পরিবারসহ কয়েক হাজার দর্শক অনুষ্ঠানে উপস্থিত থেকে লাইভ কনসার্ট উপভোগ করবেন। লোপা হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।